সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

সিলেট-৫জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়নের জন্য খেলাফত মজলিসের বিজয় সংকল্প!

Spread the love

সিলেট-৫ আসনের তৃণমূল প্রতিনিধি সমাবেশে বক্তারা একমত পোষণ করেছেন, জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের সর্বগ্রাহ্য উন্নয়ন, ন্যায় ও ইসলামের পক্ষে সংসদে শক্তিশালী ভূমিকা পালনের জন্য মুফতী আবুল হাসানের বিকল্প নেই। খেলাফত মজলিস এ আসনে সুসংগঠিত ও জনগণের কাছে গ্রহণযোগ্য দল হিসেবে পরিচিত।সমাবেশে খেলাফতের খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার মামরখানী (রহ.) এবং সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ আসনে বিজয়ের লক্ষ্যে কর্মীদের যথাযথ ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়।সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট জেলা সহ-সভাপতি ও সিলেট-৫ নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. এএ তাওসীফ। তিনি বলেন, “রাব্বুল আলামীন আবাবিলের ন্যায় একদল ছাত্র আমাদের জাতিকে স্বৈরশাসকের বালতাকুড়া থেকে মুক্ত করেছেন। তবে বর্তমানে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীম, জেলা সহ-সভাপতি মাওলানা আবদুস সালাম, জেলা উপদেষ্টা শায়খ মাওলানা নূরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দুই উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং ইসলামী যুব মজলিস, ছাত্র মজলিস ও শ্রমিক মজলিসের প্রতিনিধিরা।সমাবেশ শেষে বক্তারা একমত প্রকাশ করেন, একতাবদ্ধভাবে মুফতী আবুল হাসানের নির্বাচনী প্রচারণা চালিয়ে সিলেট-৫ আসনে জয় নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *