রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে মোবাইল ফোন চুরি: সংঘবদ্ধ চোর চক্রের ৩ নারী সদস্য গ্রেফতারসংঘবদ্ধ নারী চোর চক্রের ফাঁদ! ফ্ল্যাটে প্রবেশ করেই দামি ফোন চুরি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের জালে ৩ জনঢাকা: রাজধানীতে বাসা ভাড়া নেওয়ার ছলে অভিনব কায়দায় দামি মোবাইল ফোন চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের তিন নারী সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃতরা হলেন- তিশা আক্তার (২১), ঈশা আক্তার (১৮) ও জেসমিন (৪২)।ডিএমপি’র বিভিন্ন থানা এলাকায় দীর্ঘ দিন ধরে একই কায়দায় চুরি করে আসছিল এই চক্রটি। সর্বশেষ ধানমন্ডি এলাকায় পরপর দুটি চুরির ঘটনার সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়।যেভাবে চলছিল অপরাধধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর গ্রেফতারকৃত তিশা ও ঈশা ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে। এরপর কৌশলে বাসাটি থেকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়।এছাড়া, একই চক্র গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা থেকে একই কায়দায় আরও একটি মূল্যবান মোবাইল ফোন চুরি করে। এ সংক্রান্তে থানায় আরও একটি মামলা দায়ের করা হয়।সবুজবাগ থানা এলাকায় গত ২৫ সেপ্টেম্বর তিশা আক্তার ও ঈশা আক্তার একই কায়দায় চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে ধানমন্ডি মডেল থানার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানা হেফাজতে নেওয়া হয়।চক্রের মূল হোতা জেসমিনও গ্রেফতারজিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৭ অক্টোবর রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে চক্রের অপর সদস্য জেসমিনকে একটি পার্সসহ মিরপুর রোডস্থ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ।পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত এই তিন নারী দীর্ঘদিন ধরে ধানমন্ডি, কলাবাগান, সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নেওয়ার নাম করে মূল্যবান জিনিসপত্র চুরি করে আসছিল। তাদের গ্রেফতারের মাধ্যমে এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিউজ পোর্টাল এবং ধানমন্ডি থানা।