বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। তিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর মূল অধিবেশনে অংশ নিতে গেছেন।রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের ইতালিস্থ রাষ্ট্রদূত এ.টি.এম রকিবুল হক প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান।অধ্যাপক ইউনুস এই সম্মেলনে খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি এবং দারিদ্র্য বিমোচন নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এছাড়াও তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।বিশ্ব খাদ্য ফোরামকে কেন্দ্র করে রোমে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, নোবেলজয়ী অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কৃষি উদ্ভাবকরা একত্রিত হয়েছেন। এই ফোরামে বাংলাদেশের উপস্থিতি ও অংশগ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।বাংলাদেশের পক্ষে অধ্যাপক ইউনুসের এই সফর দেশটির টেকসই খাদ্য ও কৃষি ব্যবস্থার বৈশ্বিক সংলাপে নেতৃত্ব প্রদানের প্রতিফলন বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন।