সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

বিদেশে পড়াশোনা করতে চান? কেন সাইপ্রাস হতে পারে নিরাপদ পথ

Spread the love

সাইপ্রাসে পড়াশোনা নিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলছে। চলমান নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যা আগামী এক বছর শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।মূল পরিবর্তনগুলোIELTS Requirement বৃদ্ধি: আগের চেয়ে উচ্চ স্কোরের প্রয়োজনীয়তা।স্টাডি গ্যাপ কড়া নিয়ন্ত্রণ: পড়াশোনায় বিরতির সময়কাল কঠোরভাবে যাচাই করা হবে।নতুন শর্তাবলী সংযোজন: আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত শর্ত যুক্ত হয়েছে।কেন সাইপ্রাসে পড়াশোনা?বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভিসা রিজেকশন অনেক দেশে বেড়ে গেছে। অভিজ্ঞ শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, একাধিক দেশ থেকে একসাথে ৫-৭টি ভিসা আবেদন রিজেক্ট হচ্ছে।স্টাডি গ্যাপ কম এবং IELTS স্কোর ভালো থাকলে অন্য দেশে আবেদন আগে চেষ্টা করা যেতে পারে।কিন্তু ঝুঁকি কমাতে চাইলে সাইপ্রাস নিরাপদ ও সহজ পথ।কাজের বাজারে চ্যালেঞ্জইউরোপ ও আমেরিকার শীতকালীন সিজনে পর্যাপ্ত জব ভ্যাক্যান্সি থাকে না।৬ মাসের ব্যাকআপ ফান্ড নিয়ে আসলে তাড়াতাড়ি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে।ভবিষ্যতে অন্য দেশে মুভ করাসাইপ্রাস থেকে অন্য দেশে সরাসরি মুভ করা সম্ভব, তবে ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য ডকুমেন্টের প্রয়োজন।পর্যাপ্ত ফান্ড থাকলে পিংক কার্ড পাওয়ার পর সরাসরি চেষ্টা করা যায়।শেনজেন ভিসা নিয়ে গুজবশেনজেন ভিসা আসবে, তবে সঠিক সময় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।এ বিষয়ে বিভিন্ন গুজব চললেও প্রেসিডেন্ট নিজেও সময় জানেন না।ইনস্টিটিউট নির্বাচনদ্বিতীয় বর্ষে টিউশন ফি কম এমন কলেজ/ইউনিভার্সিটি বেছে নেওয়া উচিত।পড়াশোনার মান, ফি, ক্লাস প্রেশার—সব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।উপরোক্ত তথ্য এক বছরের পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হয়েছে। শেষ সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকের। আল্লাহর ওপর ভরসা রাখাই মূল।সোর্স: NewsBD24Live অভিজ্ঞ রিপোর্টার ও স্থানীয় শিক্ষার্থী ফিডব্যাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *