সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

প্রবাসীদের জন্য সতর্কবার্তা: কুয়েতে অভিযান চলছেই

Spread the love

কুয়েত সিটি: কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী সম্প্রতি একটি ব্যাপক নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে, যার ফলে মোট ২৬৯ জন গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে অবৈধ কর্মী, পলায়নকারী প্রবাসী ও নানা ধরনের অপরাধে জড়িত ব্যক্তি।অভিযানটি দেশের বিভিন্ন এলাকায় রাতের তল্লাশি ও র‍্যাপিড পুলিশ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে এয়ারপোর্ট, শুয়াইখ ও মুবারাকিয়া এলাকা উল্লেখযোগ্য। অভিযান চলাকালীন পুলিশ বহু অ-নিবন্ধিত প্রবাসীকে শনাক্ত করেছে এবং একই সঙ্গে চুরি ও অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের আটক করেছে।প্রতিবেদন অনুযায়ী, কিছু গ্রেফতারকৃত ব্যক্তি ইতিমধ্যেই পূর্বে অপরাধে জড়িত ছিলেন, যেমন মুবারাকিয়ায় একই নারীকে বারবার স্বর্ণের গহনা চুরির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া, মিশরিফে একটি ভেজাল খাদ্য প্রস্তুতকারকের কারখানায় স্যারিয়ান ও ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।কুয়েত সরকার দেশের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালাবে বলে জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *