সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

পুতিন আমাকে “বিভ্রাট করেছেন” বললেন ট্রাম্প: যুদ্ধ শান্ত করতে পারবেন কি তিনি?

Spread the love

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতারা এক প্রেস‑কনফারেন্সে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও ভ্লাদিমির পুতিনের ভূমিকা নিয়ে প্রবল আপত্তি জানালেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট করে বললেন যে, পুতিন “তার আসল চেহারা দেখিয়েছেন”, বিশেষত নতুন করে আগ্রাসন শুরু করার পর। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন, তিনি যখন দ্বিতীয় মুল্যোত্তর সময় নিয়েছেন তখন যুদ্ধ সমাধান করা “সহজ” হবে ভাবছিলেন, কিন্তু বাস্তবতা তাকে “বিভ্রাট” করেছে। তবুও তিনি বললেন তিনি বিশ্বাস করেন—এ কাজটি করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *