সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

টোকিওতে এনসিপির সভা: প্রবাসীদের অংশগ্রহণে ইতিহাস গড়ল আয়োজন

Spread the love

জাপানের রাজধানী টোকিওতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হোকোতোপিয়া হলে আয়োজিত এ সভায় প্রায় তিন শতাধিক প্রবাসী ভাই-বোন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।সভায় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা প্রবাসীদের প্রশ্নের উত্তর দেন এবং প্রবাসীদের কল্যাণে দলীয় উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদার। এছাড়া বক্তব্য রাখেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, জাপানে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *