বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি ও উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির যৌথ টহলদল বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। গতকাল সোমবার গভীর রাতে টেকনাফের ফিশারী ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।বিজিবির সূত্রে জানা গেছে যৌথ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ফিশারী ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা গেলেও বিস্তারিত তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি।বিজিবি কর্মকর্তারা জানান মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তারা আরও বলেন দেশের যুবসমাজকে রক্ষায় সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আটক দুই ব্যক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সূত্র বিজিবি