সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে ডা. তাসনিম জারাকে নিয়ে এক আবেগঘন পোস্ট। নিউইয়র্কে আওয়ামী লীগের এক সমর্থকের অসভ্য আচরণের ঘটনায় দেশ-বিদেশের মানুষ নিন্দা জানাচ্ছেন।সার্ভিস আলম নামের এক নাগরিক তার ফেসবুক পোস্টে লিখেছেন, “ডা. তাসনিম জারাকে শুধু গালি দেওয়া হয়নি, গালি দেওয়া হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎকে, গালি দেওয়া হয়েছে সেই যোগ্য ও সৎ মানুষদের যারা রাজনীতিতে পরিবর্তন আনতে চান।”তিনি উল্লেখ করেন, বিদেশের বিলাসী জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ফিরে এসে মানুষের জন্য রাজনীতি করার সাহস দেখিয়েছেন ডা. জারা। অথচ তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানও দেখানো হচ্ছে না।পোস্টে তিনি আরও বলেন, রাজনীতিতে সুবিধাবাজ, ভণ্ড ও অযোগ্যদের ভিড়ে যারা সৎ সাহসে এগিয়ে আসেন, তাদের টার্গেট করা হচ্ছে। অথচ যোগ্য নারী নেতৃত্ব যদি রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়, তাহলে অযোগ্য ও কুখ্যাত নেতাদের স্থান বাংলাদেশে আর থাকবে না।সার্ভিস আলম সতর্ক করে বলেন, “আগামী দিনের রাজনীতিতে ডা. জারার মতো মানুষদের সুরক্ষা দেওয়া আমাদের অন্যতম বড় দায়িত্ব। যেদিন আমরা তা পারব না, সেদিন থেকেই বাংলাদেশের শেষের শুরু হবে।”এই বক্তব্য দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে, রাজনীতিতে শিক্ষিত ও দক্ষ নারী নেতৃত্বকে অবমাননা করলে তা কেবল ব্যক্তি নয়, গোটা রাষ্ট্রকেই পিছিয়ে দেয়।সূত্র: ফেসবুক পোস্ট, sarjis Alom