সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

এনসিপি’র ইশতেহার নিয়ে যুক্তরাজ্যের আগ্রহ: শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগের ইঙ্গিত

Spread the love

বাংলাদেশ সফররত যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের অর্থনীতি, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।এনসিপি’র প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহবায়ক ও আন্তর্জাতিক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।ব্যারোনেস রোজি উইন্টারটন দীর্ঘদিন যুক্তরাজ্যের সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালে তাঁকে হাউজ অব লর্ডস–এ উন্নীত করা হয় এবং ২০২৫ সালে তিনি যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে দায়িত্ব নেন। ‘ব্যারোনেস অব ডনকাস্টার’ উপাধির পাশাপাশি তিনি ডেম কমান্ডার অফ ব্রিটিশ এম্পায়ার (ডিবিই) সম্মানে ভূষিত, যা নারী হিসেবে ‘নাইট’ উপাধির সমতুল্য।বৈঠকে এনসিপি প্রতিনিধি দল তাদের “নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার” থেকে অর্থনীতি সংশ্লিষ্ট প্রস্তাবনা তুলে ধরে। মানবকেন্দ্রিক ও কল্যাণভিত্তিক অর্থনীতি, তরুণ ও কর্মসংস্থান-নির্ভর উন্নয়ন, বহুমুখী বাণিজ্য ও শিল্পনীতি, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, টেকসই কৃষি এবং সার্বজনীন শিক্ষা-স্বাস্থ্য নীতি নিয়ে উভয় পক্ষ গভীর আলোচনা করেন।এনসিপি প্রতিনিধি দল যুক্তরাজ্যের বাণিজ্য দূতের মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানায়। তারা বিশ্বাস করে, যুক্তরাজ্যের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত দক্ষতা বাংলাদেশের উন্নয়নযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *