সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

বিশ্ব মিডিয়ায় হেডলাইন হয়ে উঠল ইউনুস-ট্রাম্প মুহূর্ত

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসের এক স্মরণীয় মুহূর্ত ধরা পড়েছে নিউইয়র্কে। ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে এই বিরল ছবিটি তোলা হয়।রাষ্ট্রীয় কূটনৈতিক পরিমণ্ডলে এ ছবি নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই সৌজন্য সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন কূটনৈতিক মহল। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি প্রফেসর ইউনুসের বৈশ্বিক নেতৃত্বগুণ আবারও আলোচনায় এসেছে।অনুষ্ঠানে প্রফেসর ইউনুস ও তার কন্যা দিনা ইউনুসকে বিশেষ মর্যাদায় অভ্যর্থনা জানান ট্রাম্প দম্পতি। এই মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ইতোমধ্যেই এটি আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *