ওয়াশিংটনআমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে স্বাগত জানিয়ে উভয়কেই “মহান নেতা” আখ্যায়িত করেছেন। বৈঠকটি হয়েছে বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং গাজা সংকটকে ঘিরে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে।ট্রাম্প বলেন, “আমাদের কাছে দারুণ একজন প্রধানমন্ত্রী এবং এক অসাধারণ সেনাপ্রধান এসেছেন। তারা দুজনেই মহান নেতা।” Oval Office এ সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে “Field Marshal” উপাধিতে অভিহিত করেন এবং প্রশংসা করেন।বৈঠকের গুরুত্বএই বৈঠকের আগে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প ও শরিফের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়। সেখানে গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্যে শান্তি কৌশল নিয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, অতীতে পাকিস্তানকে “সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়” বলে অভিহিত করেছিলেন ট্রাম্প, আর এবার একই দেশকে তিনি সম্ভাব্য বাণিজ্য অংশীদার হিসেবে প্রশংসা করলেন।সেনাপ্রধানের ভূমিকাজেনারেল আসিম মুনির সাম্প্রতিক মাসগুলোতে দু’বার যুক্তরাষ্ট্র সফর করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে উত্তেজনা কমাতে ট্রাম্পের ভূমিকাকেই এ মনোনয়নের ভিত্তি হিসেবে ধরা হয়েছে।যুক্তরাষ্ট্রের এজেন্ডাএকজন সিনিয়র স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবিরোধী সহযোগিতা ও বাণিজ্যকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, “প্রেসিডেন্ট মূলত মার্কিন স্বার্থকে এগিয়ে নিতে মনোযোগী। এর অংশ হিসেবে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।”