মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায়। শনিবার এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন, পোর্টল্যান্ডে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) স্থাপনাগুলো রক্ষায় সেনা পাঠানো হবে।ট্রাম্প লিখেছেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের অনুরোধে তিনি প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন “প্রয়োজনীয় সব সেনা” মোতায়েন করতে। তিনি পোর্টল্যান্ডকে “যুদ্ধবিধ্বস্ত শহর” আখ্যা দিয়ে বলেছেন, আইসিই স্থাপনাগুলো “অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীদের” হামলার শিকার।ট্রাম্প বলেন, “যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ড ও আমাদের যেকোনো আইসিই স্থাপনাকে রক্ষা করতে আমি সেনা পাঠাচ্ছি। প্রয়োজনে পুরো শক্তি প্রয়োগের অনুমতিও দিয়েছি।”হোয়াইট হাউস অবশ্য “পুরো শক্তি” কথাটির অর্থ স্পষ্ট করেনি। কবে, কী ধরনের সেনা মোতায়েন হবে—সে বিষয়েও কোনো বিস্তারিত জানানো হয়নি।এই ঘোষণা আসে টেক্সাসের ডালাসে আইসিই স্থাপনায় হামলার ঘটনার পর। সেখানে এক বন্দুকধারীর গুলিতে এক বন্দি নিহত এবং দুইজন গুরুতর আহত হন।এর আগে সেপ্টেম্বরে ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প দাবি করেছিলেন, “ভাড়াটে সন্ত্রাসীরা” পোর্টল্যান্ডে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। তিনি বলেছিলেন, “আমরা গেলে তাদের নিশ্চিহ্ন করে দেব। তারা টিকে থাকতে পারবে না।”এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহল বলছে, নির্বাচনের আগে ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন রাজনীতিকে আরও তীব্র করে তুলতে পারে।