এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিল শ্রীলঙ্কা। ম্যাচ শেষে দলের অন্যতম ভরসা কুশল মেন্ডিস জানালেন, টাইম আউট বিতর্কের বদলা নিতে তারা মাঠে নেমেছিলেন জয়ের জন্য।মেন্ডিস বলেন, ‘আমরা জানতাম, এই ম্যাচ আমাদের জন্য মর্যাদার লড়াই। টাইম আউট ঘটনার পর শ্রীলঙ্কাকে অবমূল্যায়ন করা হয়েছিল। তাই আমরা প্রমাণ করতে নেমেছি—শ্রীলঙ্কা এখনো এশিয়ার অন্যতম শক্তিশালী দল।’শ্রীলঙ্কার রান চেইজে ড্রেসিংরুমে লড়াকু মনোভাবের সঞ্চার করেন দলের কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া। মিড ব্রেকে হয়তো তিনি বলেছিলেন, “এই ম্যাচটা ধরো তোমরা ভারতের বিপক্ষে খেলছো। যে পিচে ১৫০ রান যথেষ্ট, সেখানে ভারত তোমাদের ১৭০-১৮০ রানের টার্গেট দেবে। আজ যদি আফগানদের বিপক্ষে এই রান তাড়া করতে পারো, তবে এশিয়ার দ্বিতীয় সেরা দল নিয়ে সব বিতর্ক শেষ হবে।”ম্যাচ শেষে ক্রিকেটবিশ্বে আলোচনা শুরু হয়েছে, ভারত আর একক ফেভারিট নয়। লঙ্কানদের দারুণ এই জয়ে টুর্নামেন্টে সমীকরণ নতুন করে সাজছে।