র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৪ বছর পলাতক থাকার পর অবশেষে ঝিনাইদহের উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. লিয়াকত শেখ (৪২)-কে গ্রেফতার করেছে।র্যাব-১০ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে ঢাকা জেলার ধামরাই থানাধীন চরডাউটিয়া এলাকা থেকে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লিয়াকত শেখ রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকার মৃত মো. রহমত শেখের ছেলে।র্যাব জানায়, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা পরবর্তীতে এসআই মিরাজুল ইসলামের বলে নিশ্চিত হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।পরদিন ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পাশে একটি ডোবা থেকে তাঁর হাত-পা বাঁধা ও পোশাক পরিহিত মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, ডাকাতচক্র সরকারি অস্ত্র ও মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে নির্মমভাবে হত্যা করে।দীর্ঘ তদন্ত শেষে ২০২৫ সালের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালত আসামি মো. লিয়াকত শেখকে দণ্ডবিধির ৩৯৬ ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।র্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর অভিযানে অবশেষে পলাতক লিয়াকত শেখকে চিহ্নিত করা সম্ভব হয়। র্যাব-১০ এর আভিযানিক দল ও র্যাব-৪ এর সহযোগিতায় ধামরাইয়ের চরডাউটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি সহ আরও ছয়টি মামলা রয়েছে।র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও র্যাব সন্ত্রাস, হত্যাসহ সকল চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।