সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

সাকিব-আসিফের ফেসবুক যুদ্ধ, রাজনীতি ও ক্রিকেট মিশে গেল এক পোস্টে

Spread the love

বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পোস্টটি মুহূর্তেই আলোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।সাকিবের পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা মাহমুদ সজীব ভূঁইয়া পাল্টা মন্তব্য করেন। তিনি লিখেন, “একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion.”এরপর সাকিব আল হাসান সরাসরি জবাব দেন। তার ভাষায়, “যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোন দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।”এদিকে আলোচিত রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যও বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দেন। তার লেখার পর বিষয়টি নতুন মাত্রা পায় এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।এই পাল্টাপাল্টি পোস্টের কারণে একদিকে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে, অন্যদিকে ক্রীড়া মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকিবের আবেগঘন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *