বলিউডের কিংবদন্তি নায়ক শাহরুখ খান যোগ দিলেন বিশ্বসেরা ধনী তারকাদের কাতারে। ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় নাম হিসেবে পরিচিত এই তারকা এবার আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন বিলিয়নিয়ার ক্লাবে। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী শাহরুখ খানের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১.০৩ বিলিয়ন পাউন্ড।শাহরুখ খানের এই অর্জন তাকে নিয়ে গেছে বৈশ্বিক তারকাদের দলে। বর্তমানে আর্নল্ড শোয়ার্জনেগার, গায়িকা রিহানা, গলফার টাইগার উডস এবং টেলর সুইফটের মতো সেলিব্রিটিদের সঙ্গেও নাম লেখা হলো বলিউডের কিং অব রোমান্সের।তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি শাহরুখ নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে। এছাড়া তার আয়ের বড় উৎস সিনেমা, বিজ্ঞাপন এবং বিশ্বের বিভিন্ন স্থানে রিয়েল এস্টেট বিনিয়োগ।হুরুন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আনাস রহমান জুনাইদ বলেন, শাহরুখ খানের সম্পদের মূল ভিত্তি তার চলচ্চিত্র ব্যবসা ও ক্রীড়া বিনিয়োগ। ভারতের অর্থনীতি যখন নতুন খাতগুলোতে সম্পদ সৃষ্টির দিকে অগ্রসর হচ্ছে, তখন ক্রীড়া, বিনোদন এবং মেধা-নির্ভর খাতকে বড় সম্পদের উৎস হিসেবে দেখা যাচ্ছে।শুধু শাহরুখ নন, এ বছর তালিকায় আরও কিছু বলিউড তারকা জায়গা পেয়েছেন। জুহি চাওলা ও তার পরিবার ৮৮০ মিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় স্থানে, হৃত্বিক রোশন ২৬০ মিলিয়ন ডলারে তৃতীয় স্থানে, করণ জোহর ২০০ মিলিয়ন ডলারে চতুর্থ স্থানে এবং অমিতাভ বচ্চন ও তার পরিবার ১৮৩ মিলিয়ন ডলারে তালিকায় রয়েছেন।২০২৪ সালে করণ জোহর শিরোনামে আসেন তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার আদার পুনাওয়ালার কাছে ১১৯ মিলিয়ন ডলারে বিক্রি করার মাধ্যমে।ভারতের সামগ্রিক ধনী ব্যক্তিদের তালিকায় এখন ৩৫০ জনেরও বেশি বিলিয়নিয়ার রয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি ও গৌতম আদানি।সূত্র: বিবিসি নিউজ, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫