সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

২০১৫ সালের পর প্রথমবার বার্সার বিপক্ষে জয় সেভিয়ার

Spread the love

সেভিয়ার জন্য এই জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাসের পুনরুদ্ধার। ২৩/২৪ সিজন থেকে ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সে ভুগছিল দলটি। গত সিজনে তারা লা-লিগার টেবিলে ১৭তম স্থানে অবস্থান করেছিল এবং তার আগের সিজনে ছিল ১৬তম স্থানে।খারাপ অবস্থার মধ্যেও দলটি দীর্ঘ সময় ধরে জয়ের স্বাদ পায়নি। ৩-৪ ম্যাচ পর পর মাত্র একটি কষ্টসাধ্য জয় অর্জন হতো। কিন্তু আজ, দীর্ঘদিন পর সেভিয়ার একটি ম্যাচে চার গোল করে দর্শকদের হতবাক করেছে।বার্সেলোনার বিপক্ষে সেভিয়ার প্রায় ১০ বছর ধরে জয় দেখেনি। শেষবার এই বিরল জয়টি এসেছে ২০১৫ সালে। সেই সময়ের পর থেকে দলের সমর্থকরা বার্সার বিপক্ষে জয়ের স্বপ্ন হারিয়েছেন।ম্যাচের পর বাচ্চা সমর্থকের কান্না এই জয়ের মূল্য বোঝায়। ফুটবল শুধুমাত্র খেলা নয়, এটি আবেগের এক অনন্য সংমিশ্রণ। সেভিয়ার সমর্থকদের জন্য আজকের রাত ছিল অমূল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *