সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

দেম্বেলেকে ভুলিয়ে দিলেন এনরিকের নতুন হিরো

Spread the love

দলের মেইন ম্যান হিসেবে ওসমান দেম্বেলে না থাকলেও কোচ লুইস এনরিকে ভরসা করেছিলেন মাত্র ১৯ বছর বয়সী সেনে মাইউলুর উপর। আর সেই ভরসার প্রতিদান দিতে মাইউলু দেখালেন কেন তাকে বড় মঞ্চে খেলার সুযোগ দেওয়া হয়েছিল।ম্যাচে তার গোলটি ছিল অসাধারণ। নুনোর চমৎকার এসিস্টে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে শট নেয়ার সময় অভিজ্ঞ গোলকিপার ভইচেক শেজনিকে একদিকে পাঠিয়ে অন্যদিকে শট নিলেন তিনি। বল সরাসরি জালে জড়ালো। বয়স মাত্র ১৯ হলেও বড় মঞ্চে এতটা ঠাণ্ডা মাথায় খেলা যেন তাকে আলাদা উচ্চতায় নিয়ে গেল।যদিও গোলে করা নুনোর এসিস্ট দর্শকের চোখ ধাঁধিয়ে নিয়েছে, তারপরও মাইউলুর এপ্রোচ ও গোল করার ধরণ প্রশংসা কুড়াচ্ছে সর্বত্র। সমর্থকরা বলছেন, এনরিকে হয়তো দেম্বেলেকে মিস করেননি, বরং পেয়েছেন ভবিষ্যতের তারকা।এই ম্যাচ প্রমাণ করে দিল, প্রতিভা থাকলে বয়স কোনো বাধা নয়। মাইউলুর এই অভিষেককে কেন্দ্র করেই এখন শুরু হয়েছে নতুন আলোচনার ঝড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *