চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই ইংল্যান্ডে আলো ছড়ালেন বার্সেলোনার নতুন তারকা মার্কাস রাশফোর্ড।লামিন ইয়ামাল ইনজুরিতে না থাকায় একাদশে সুযোগ পান তিনি। প্রতিপক্ষও পরিচিত—নিউক্যাসল। সেন্ট জেমস পার্কে এর আগে গোল করার অভিজ্ঞতা রয়েছে তার। এবারও সেটি কাজে লাগালেন রাশফোর্ড।প্রথমার্ধে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখেন নিউক্যাসল রক্ষণভাগকে। দ্বিতীয়ার্ধে আসল ম্যাজিক। করেন জোড়া গোল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।রাফিনহা ও লেভান্ডস্কি যেখানে ব্যর্থ, সেখানে রাশফোর্ডের অভিজ্ঞতার ঝলক বার্সাকে এনে দিল মূল্যবান জয়।এভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারলে রাশফোর্ড হবেন বার্সেলোনার অন্যতম ভরসার জায়গা। নতুন এই অধ্যায়ে কাতালান ক্লাবের জন্য তিনি যে বড় সম্পদ হয়ে উঠতে যাচ্ছেন, তার ইঙ্গিত মিলল সেন্ট জেমস পার্কেই।