সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পে ভুয়া মালিক সেজে কোটি টাকা আত্মসাৎ!!

Spread the love

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রায় দেড় কোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় মূল হোতা মো. সেলিম শেখ (৪৫)–কে গ্রেফতার করেছে সিআইডি।ঢাকা মেট্রো পূর্ব বিভাগের সিআইডির একটি বিশেষ টিম প্রযুক্তিগত সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ অক্টোবর বিকাল ৩টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানার বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।সিআইডি জানায়, প্রতারক চক্রটি “POWER M AX LTD” নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রয়ের নামে ভুক্তভোগীদের কাছ থেকে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার অংশ হিসেবে তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার তৈরি করে, অফিস সাজিয়ে বিশ্বাস অর্জন করে এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে।এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় ২০২৪ সালের ৮ মার্চ মামলা নং–১১ (ধারা: ৪০৬/৪২০/৫০৬ দণ্ডবিধি) দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তভার সিআইডির হাতে অর্পণ করা হয়।ইতোমধ্যে এ মামলায় আরও পাঁচজন আসামি গ্রেফতার হয়েছে। জানুয়ারি মাসে গ্রেফতার হওয়া আসামি হুমায়ুন কবীরের ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দিতে সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার তথ্য উঠে আসে।দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে চলা সেলিম শেখ বিভিন্ন নামে মোবাইল সিম ব্যবহার করে অবস্থান গোপন রাখলেও সিআইডির নিরবচ্ছিন্ন তৎপরতা ও প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।গ্রেফতারকৃত সেলিম শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ অন্যান্য আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এদিকে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।সূত্র: সিআইডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *