রাজধানীর যাত্রাবাড়ী কাজলারপাড় এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর অভিযানে আনুমানিক ৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র্যাব জানায়, গতকাল বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলারপাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হানিফ পরিবহনের একটি বাস থেকে সন্দেহভাজন যাত্রী মোঃ আয়াছ (৩২), পিতা সৈয়দ হোসেন, গ্রাম উত্তর নোয়াপাড়া, থানা টেকনাফ, জেলা কক্সবাজার—কে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াছ জানায়, সে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটের ভেতরে লুকিয়ে বহন করছে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এক্স-রে রিপোর্টে তার দেহের ভেতরে বস্তু সদৃশ কিছু পাওয়া যায়। চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ পদ্ধতিতে মলত্যাগ করানোর পর সাদা সচ্ছ কসটেপে মোড়ানো ও জিপার ব্যাগে রাখা ২,৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আয়াছ দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।র্যাব জানায়, “মাদক সমাজের সবচেয়ে ভয়াবহ বিষফোঁড়া। এটি তরুণ সমাজকে ধ্বংস করছে, পরিবারে অশান্তি সৃষ্টি করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।”র্যাবের আরও জানায়, তারা ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতিতে অবিচল থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।সূত্র: র্যাব-১০