সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

রোহিঙ্গাদের জন্য টেকসই আবাসন চান প্রফেসর ইউনুস UNICEF

Spread the love

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপ্রবণ এলাকায় টেকসই, সাশ্রয়ী এবং নারীবান্ধব আবাসন গড়ে তুলতে জাতিসংঘের আবাসন সংস্থা ইউএন-হ্যাবিট্যাট-এর সহায়তা চাইলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস।শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউএন-হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও এক্সিকিউটিভ ডিরেক্টর আনাক্লাউদিয়া রসবাখের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি।বৈঠকে দ্রুত নগরায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, মাইক্রোফাইন্যান্সভিত্তিক আবাসন সমাধান এবং জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা হয়।প্রফেসর ইউনুস বলেন, “প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড় আর ভাঙনে হাজারো ঘরবাড়ি ভেসে যায়। এসব মানুষের জন্য এখনই টেকসই ও সাশ্রয়ী আবাসন জরুরি।” তিনি প্রস্তাব দেন এমন ছাদ নির্মাণের, যা বন্যার সময় নৌকার মতো ব্যবহার করা যাবে।এছাড়া তিনি নারীবান্ধব বাড়ির নকশা এবং রোহিঙ্গাদের জন্য টেকসই আবাসন সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের রোহিঙ্গা সম্মেলনে ইউএন-হ্যাবিট্যাটকে যোগদানের আমন্ত্রণ জানান তিনি।ইউএন-হ্যাবিট্যাট প্রধান রসবাখ বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়ানোর আগ্রহ প্রকাশ করে বলেন, দেশটি জলবায়ু সংকটের সামনের সারিতে রয়েছে। তিনি ঢাকাকে আগামী অক্টোবর মাসে ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য জিরো ওয়েস্ট ফোরাম এবং আগামী বিশ্ব নগর ফোরামে অংশগ্রহণের আহ্বান জানান।বৈঠকে আরও উপস্থিত ছিলেন আবাসন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *