সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

টিউশন ফি লাগবে না, মাসে মিলবে বৃত্তি – পোল্যান্ডে পড়াশোনার সোনালী সুযোগ

Spread the love

ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের নতুন দুয়ার খুলে দিল পোলিশ সরকার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে Polish Government Scholarship (NAWA)। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক স্টাইপেন্ড, স্বাস্থ্যবীমা এবং কম খরচে আবাসনের সুযোগ।পোল্যান্ড ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনার জন্য শত শত মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে কাজ ও উচ্চশিক্ষার সুযোগও পাবেন।স্কলারশিপ কাভারেজের মধ্যে রয়েছে:টিউশন ফি সম্পূর্ণ ফ্রিমাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাসিক ১৫০০ PLN (প্রায় ৩৩০ ইউরো)পিএইচডি শিক্ষার্থীদের জন্য মাসিক ২২০০ PLN (প্রায় ৪৮০ ইউরো)স্বাস্থ্যবীমা সুবিধাবিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে কম খরচে থাকাআবেদনের সময়সীমা অনুযায়ী ২০২৫ সালের মার্চে আবেদন শুরু হয়ে মে মাসে শেষ হবে। জুলাই মাসে ফলাফল প্রকাশ করা হবে এবং অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।যোগ্য প্রার্থীদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের মধ্যে রয়েছে পাসপোর্ট, একাডেমিক সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট, ইউরোপাস সিভি, মোটিভেশন লেটার, সুপারিশপত্র, ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (IELTS/TOEFL বা Medium of Instruction) এবং পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবনা।বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ হলো: IELTS ৬.০–৬.৫ স্কোর রাখলে ভালো, তবে অনেক ক্ষেত্রে Medium of Instruction সার্টিফিকেটও যথেষ্ট হতে পারে। SOP বা Motivation Letter-এ ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা এবং কেন পোল্যান্ডকে বেছে নেওয়া হলো তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।এই স্কলারশিপ মূলত মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। পড়াশোনা শেষে EU অঞ্চলে কাজ ও উচ্চশিক্ষার দ্বারও খুলে যাবে।সোর্স: Polish National Agency for Academic Exchange (NAWA), Official Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *