রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৩টার দিকে গুলিস্তান জাতীয় স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃতের নাম মোছা পুতুল (৪৩)। তার হেফাজত থেকে ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা, নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পল্টন থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত নারী দীর্ঘদিন ধরে রাজধানীতে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযানে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে