সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতা-কর্মীসহ সাবেক এমপি ওমর ফারুক সুমন গ্রেফতার

Spread the love

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা নেতা মোঃ ওমর ফারুক সুমনসহ দলটির আরও পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাতভর পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু নাঈম জুবের, মিরপুর মডেল থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ তানভীর ইসলাম, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন এবং মতিঝিল টিএন্ডটি কলোনি ইউনিট যুবলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন রাজন।ডিবি জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামপুরার ডিআইটি রোড এলাকা থেকে আবু নাঈম জুবেরকে, রাত ১১টার দিকে মিরপুরের মুক্তবাংলা এলাকা থেকে তানভীর ইসলামকে, এবং একই রাতে কাওলা এলাকা থেকে সৈয়দ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকা থেকে আমজাদ রাজনকে আটক করা হয়।পরে রাত আড়াইটায় মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজি, ও রাজনৈতিক সহিংসতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি নিউজ), ৯ অক্টোবর ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *