সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

জাতিসংঘে ইউনূসের বক্তৃতা চলাকালে মোবাইলে মগ্ন উপদেষ্টা ফাওজুল কবির

Spread the love

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অর্থায়ন বিষয়ে প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রায় সাত মিনিটের একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।এই সময় তাঁর ঠিক পেছনেই বসে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফাওজুল কবির খান। সরকার প্রধান যখন বিশ্ব নেতাদের সামনে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরছিলেন, তখন সভাকক্ষের সকল দৃষ্টি ও ক্যামেরার ফোকাস ছিল ড. ইউনূসের দিকে। আর সেখানেই ধরা পড়ে ভিন্ন এক দৃশ্য।ড. ইউনূসের বক্তব্যের পুরো সময়জুড়ে ফাওজুল কবির খান ব্যস্ত ছিলেন তাঁর মোবাইল ফোন নিয়ে। কয়েক মিনিট অন্তর মোবাইল স্ক্রিনে কিছু কাজ করছিলেন তিনি। বিষয়টি নিয়ে কক্ষে উপস্থিত অনেকের মাঝেই কৌতূহল তৈরি হয়, আসলে সরকার প্রধানের বক্তব্যের চাইতে সেই মুহূর্তে আর কী এমন জরুরি কাজ ছিল তাঁর হাতে।এটি স্পষ্ট যে তিনি কোনো নোট গ্রহণ করছিলেন না, কারণ বক্তব্যের লিখিত কপি তাঁর কাছে সহজলভ্য ছিল। এই আচরণ নিঃসন্দেহে বিব্রতকর পরিস্থিতির জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *