মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার ‘অপরাধে’ নরসিংদীতে ভয়াবহ হামলার শিকার হয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। জানা গেছে, সড়কে চাঁদাবাজির প্রতিবাদ ও আইনানুগ ব্যবস্থা নিতে গিয়েই তিনি সংঘবদ্ধ দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হন। কথিত নেতা ও ইজারাদার মোঃ আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫ জন সন্ত্রাসী এই অতর্কিত হামলায় অংশ নেয় বলে স্থানীয় ও সংবাদমাধ্যম সূত্রে অভিযোগ উঠেছে।শনিবার (০৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের আরশিনগর এলাকায় এই কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ার নিয়মিত টহল চলাকালে সড়কে যানবাহন থেকে বেআইনিভাবে চাঁদা তোলার দৃশ্য দেখে এর প্রতিবাদ করেন এবং দুজনকে আটক করার চেষ্টা করেন। এ সময়ই চাঁদাবাজদের পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ জনের একটি দল অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি মারে এবং লাঠি দিয়ে আঘাত করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন।স্থানীয়দের সহায়তায় সহকর্মীরা আহত এএসপি শামীম আনোয়ার স্যারকে দ্রুত উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এএসপি আনোয়ার হোসেন সম্প্রতি নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছিলেন। তাঁর এই বলিষ্ঠ পদক্ষেপের কারণে এলাকায় চাঁদাবাজি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু তাঁর এই সৎ এবং আপোষহীন ভূমিকাই তাঁকে মাদক ও চাঁদাবাজ চক্রের মূল টার্গেটে পরিণত করে বলে মনে করা হচ্ছে।এ ঘটনার পর এলাকার সাধারণ মানুষ ও আইনপ্রেমীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, একজন সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তার ওপর এমন ভয়াবহ হামলা প্রমাণ করে যে, চাঁদাবাজ চক্র কতটা বেপরোয়া এবং সংগঠিত। তারা অবিলম্বে অভিযুক্ত মূল হোতা মোঃ আলমগীরসহ হামলায় জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন। অন্যথায়, সমাজে সৎ কর্মকর্তা ও সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে বলে অভিমত ব্যক্ত করেন অনেকে।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং তাদের দ্রুত গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। এই জঘন্য হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।