সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, কূটনীতিক মহলে বাড়ছে উত্তেজনা

Spread the love

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস। জাতিসংঘ সদর দফতরে শুক্রবার বিশ্বনেতাদের উপস্থিতিতে এই অধিবেশন শুরু হয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরবেন বলে কূটনৈতিক মহলে জোর আলোচনা চলছে।বিশ্বব্যাপী সুশাসন, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং শ্রম সংস্কারের মতো ইস্যুতে বাংলাদেশ কী ভূমিকা রাখবে তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। জাতিসংঘের সাধারণ বিতর্কে বাংলাদেশের অংশগ্রহণকে আন্তর্জাতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস এর আগেও একাধিক আন্তর্জাতিক ফোরামে ন্যায়, মানবিকতা ও অর্থনৈতিক সমতার বিষয়গুলো জোর দিয়ে তুলে ধরেছেন। এবারের অধিবেশনেও তিনি বাংলাদেশসহ বিশ্বের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং বৈশ্বিক চ্যালেঞ্জের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *