মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আহমদ বিলাল এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২০ সেপ্টেম্বর মৌলভীবাজারস্থ বেঙ্গল কনভেনশন হলে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় মাওলানা আহমদ বিলাল আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনের মানুষের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমুন্নত রাখতে তিনি নিরলস কাজ করে যাবেন।এসময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই আসনের জনগণের প্রত্যাশা পূরণে যোগ্য নেতৃত্ব হিসেবে মাওলানা আহমদ বিলালকে সংসদে দেখতে চান।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।