সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

লামিনে ইয়ামাল অনুশীলনে অনুপস্থিত, দুশ্চিন্তায় বার্সা সমর্থকরা

Spread the love

বার্সেলোনার ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী ম্যাচের আগে হঠাৎ করেই দলে ধাক্কা। ক্লাবের তরুণ তারকা লামিনে ইয়ামাল শারীরিক সমস্যার কারণে শনিবারের শেষ অনুশীলনে সতীর্থদের সঙ্গে মাঠে নামেননি। ঠিক কী ধরনের চোট বা সমস্যা, সে বিষয়ে বিস্তারিত জানাবেন কোচ হান্সি ফ্লিক দুপুর ১টায় সংবাদ সম্মেলনে। উল্লেখ্য, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে পিঠের সমস্যায় ভুগেছিলেন ইয়ামাল।

তবে একপ্রকার স্বস্তির খবরও আছে কাতালান শিবিরে। ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং পুরো সপ্তাহ দল থেকে বাইরে থাকার পর অবশেষে অনুশীলনে ফিরেছেন। নেদারল্যান্ডস দলে থাকা অবস্থায় তাঁর ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট ধরা পড়ে। এখন দেখা বাকি, ফ্লিক তাঁকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ঝুঁকি নেবেন কি না, নাকি চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচের জন্য বিশ্রামে রাখবেন।

এদিকে প্রায় এক বছর পর মাঠে ফেরার দ্বারপ্রান্তে আছেন তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল। গত মৌসুমে রায়ো ভায়েকানোর বিপক্ষে হাঁটুর ভয়াবহ চোটে মাঠের বাইরে যেতে হয়েছিল তাঁকে। এবার মেডিকেল টিম থেকে সবুজ সংকেত মিললেই তিনি আবার দলে ফিরবেন।

কিন্তু উদ্বেগ রয়ে গেছে গাভির চোট নিয়ে। হাঁটুর মেনিসকাস সমস্যায় তিনি এখনো রিহ্যাবে আছেন, অস্ত্রোপচারের সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না। ফলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিশ্চিতভাবেই তাঁকে পাবে না বার্সা। একইসঙ্গে চোটের কারণে বাইরে থাকবেন বালদে ও জার্মান গোলকিপার টের স্টেগেন। টের স্টেগেন পিঠের অস্ত্রোপচারের পর এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন।

সবশেষে, অনুশীলন সেশন সম্পূর্ণ করতে ফ্লিক ডেকেছেন রিজার্ভ গোলরক্ষক এমিলিও বার্নাদকে।

প্রিমিয়ার লিগে লন্ডনের মহাযুদ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *