ইউরোপিয়ান ফুটবলের মঞ্চে আবারও নিজেকে প্রমাণ করছেন কিলিয়ান এম্বাপে। রিয়াল মাদ্রিদের জার্সিতে নতুন মৌসুমে মাত্র ৯ ম্যাচেই করে ফেলেছেন ১১ গোল ও ২ এসিস্ট। ফর্মের এই ধারাবাহিকতা বিশ্ব ফুটবলে তার রাজত্বকে আরও সুদৃঢ় করছে।এম্বাপের নাম এলেই আসে গতি দক্ষতা আর গোলমেশিন হয়ে ওঠার গল্প। ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তার প্রতি আস্থা সবসময়ই ছিল অবিচল। এই ফর্ম পুরো সিজন ধরে রাখতে পারলে গোল-এসিস্টের এক বিশাল সংখ্যক অবদান নিয়ে মৌসুম শেষ করা এম্বাপের জন্য সময়ের ব্যাপার মাত্র।রিয়াল মাদ্রিদ যদি লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে শক্ত অবস্থান ধরে রাখতে পারে, তাহলে আগামী বছরের ব্যালন ডি’অর এম্বাপের হাতেই উঠতে পারে। দীর্ঘদিনের আফসোস এবার হয়তো মিটবেই।বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছেন কিলিয়ান এম্বাপে।