সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

খুলনায় জামায়াতের মহাসমাবেশ জুলাই সনদ ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি

Spread the love

খুলনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল। সংগঠনটি জুলাই জাতীয় সনদের আলোকে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে এ কর্মসূচি পালন করে।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের ৭০ শতাংশ মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) ব্যবস্থার পক্ষে মত দিয়েছে এবং ৩১ দলের মধ্যে ২৫ দল ঐকমত্যে এসেছে।তিনি বলেন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে কোনো দলের পক্ষেই ফ্যাসিবাদী হয়ে ওঠা সম্ভব নয়। তাই এ দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, মজলিসে শূরা সদস্য মাস্টার শফিকুল আলম এবং খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন।বক্তারা সরকারের উদ্দেশ্যে বলেন, আর্টিকেল ৭-এর ভিত্তিতে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দিয়ে নির্বাচন দিতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়া হোক। তারা আরও বলেন, সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদ জন্ম নেবে, যা দেশের মানুষ মেনে নেবে না।সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *