খেলাফত মজলিস ঘোষিত ছয় দফা দাবির অংশ হিসেবে দেশব্যাপী মহানগরীগুলোতে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় সিলেট মহানগর শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে নগরীর প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে বক্তারা বলেন, খেলাফত মজলিসের ন্যায্য দাবিগুলো আদায়ের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।