সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা অবশেষে পুলিশের হাতে

Spread the love

রাজধানীর তেজগাঁও থানা পুলিশ গাজীপুর জেলার কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এস এম আশরাফুল আলম আসকরকে গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে জানা যায় যে, তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আশরাফুল আলম আসকর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোড এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে পুলিশ বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।তেজগাঁও থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আশরাফুল আলম আসকরের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা ও জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। রাজনৈতিক মহল বলছে, নির্বাচনী সময় ঘনিয়ে আসায় এ ধরনের গ্রেফতার রাজনৈতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *