ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক চক্রের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কসবা উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ও জুলাই বিপ্লবের অন্যতম উপজেলা সংগঠক তানভীরুল ইসলাম শাহীন। হামলায় আরও আহত হয়েছেন কায়েমপুর ইউনিয়ন যুবদল নেতা জনাব মো: তারেক।শনিবার গভীর রাতে উপজেলার কায়েমপুর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল মাদক চোরাকারবারী শাহীন ও তারেকের ওপর হামলা চালায়। স্থানীয়রা জানান, হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে শাহীনকে হত্যার উদ্দেশ্যে রাতের আধারে চোরাগোপ্তা আক্রমণ করে।প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, আহত শাহীন ও তারেক দীর্ঘদিন ধরে কায়েমপুর ইউনিয়নে “তাকবীর” নামে একটি সামাজিক সংগঠনের মাধ্যমে মাদকবিরোধী আন্দোলন চালিয়ে আসছিলেন। গত এক বছরে তারা একাধিক মাদকবিরোধী সেমিনার ও ক্যাম্পেইন আয়োজন করে স্থানীয় তরুণ সমাজকে সচেতন করতে ভূমিকা রাখেন।তবে সম্প্রতি মাদক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে তথ্য সরবরাহ ও প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পর থেকেই শাহীন ও তারেক হুমকি পাচ্ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কসবা উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, “মাদক ব্যবসায়ী গোষ্ঠী যত চেষ্টাই করুক, মাদকের বিরুদ্ধে বজ্রকণ্ঠ থামিয়ে দেওয়া যাবে না, ইনশাআল্লাহ।”তারা প্রশাসনের প্রতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।