সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

লিভারপুলের কিংবদন্তি ক্লপের ১০ বছরের সমালোচনা ও প্রশংসা

Spread the love

লিভারপুল তাদের আসল রূপ হারাচ্ছিল। সফলতা কেবল ইতিহাস হয়ে রয়ে গিয়েছিল। এমন সময় এনফিল্ডের মাঠে আসলেন একজন সাধারণ মানুষ, যিনি নিজের কাজের মাধ্যমে ক্লাবকে নতুন দিগন্তে পৌঁছে দিলেন।প্রথম প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন, সে স্পেশাল ওয়ান নয়, নরমাল ওয়ান। এই নরমাল ম্যানেই পরিণত হলো লিভারপুলের ইতিহাস। ধৈর্য, সময় এবং নিজের ফুটবল দর্শন দিয়ে তিনি ধীরে ধীরে দলকে নতুন করে গঠন করলেন।ফিরমিনো, আর্নল্ড, রবার্টসনকে গড়ে তোলার পর সালাহ, ভ্যান ডাইক এবং এলিসন তার দলকে পূর্ণতা দিলেন। এরপর শুরু হলো বিজয় রথ। চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ, এফএ কাপ—সবকিছুই তার নেতৃত্বে লিভারপুল জিতল।যেদিন তিনি এনফিল্ডে বিদায় নিলেন, প্রায় সব ভক্ত অশ্রুশিক্ত ছিল। কারণ, ক্লাবটির সম্ভাব্যতা নিয়ে দীর্ঘদিন সন্দেহ ছিল। তিনি সেই সন্দেহ দূর করে সমস্ত ডাউটারদের পরিণত করেছেন বিশ্বাসী ভক্তে।১০ বছর আগে আজকের এই দিনে লিভারপুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন ক্লপ। এই ১০ বছর শুধু একজন ম্যানেজারের নয়, এক সমগ্র ক্লাবের সোনালী ইতিহাসের প্রতীক হয়ে রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *