চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির সাপ্তাহিক সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জুবাইরুল আলম মানিক।সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক জেলা যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলমসহ জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সিনিয়র সংগঠক লায়ন মাহমুদউল্লাহ মাহমুদ, দিদারুল আলম, শাফি আউয়াল, এমদাদুল্লাহ আসউইন, স্বপ্নীল বড়ুয়া, মোহাম্মদ শাহেদ, সরওয়ার, শহীদ, ইরফান, আনিস, ইফতি, খালেদ, আরমান, সাকিব, জুনায়েদ, ফারুক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলতে নিয়মিত সভা-সমন্বয় ও ঐক্যবদ্ধ কর্মপ্রচেষ্টা অপরিহার্য।