সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

অংশিক আনুগত্যে চলবে না”— মসজিদে কঠোর সতর্কবার্তা দিলেন জামায়াত আমীর

Spread the love

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুর-ঢাকা ১৫ আসনে মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।তিনি শুক্রবার বড়বাগ কেন্দ্রীয় জামে মসজিদে জুম’আর নামাজ আদায় করেন। নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর পূর্ণ আনুগত্য এবং কুরআন-হাদীসের নির্দেশনা মেনে চললেই সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে।”নামাজ শেষে বিপুল সংখ্যক মুসল্লীর সঙ্গে কুশল বিনিময় করেন। সন্ধ্যায় তিনি মনিপুর দারুল জান্নাত জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন। দিনশেষে মনিপুর বাইতুল আশরাফ জামে মসজিদে এশার নামাজ শেষে মুসল্লীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন।ডা. শফিকুর রহমান বলেন, “কুরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ অমান্য করলে দুনিয়াতে অপমান ও আখেরাতে কঠোর শাস্তি নেমে আসবে।”এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল অঞ্চলের টিম সদস্য মো. জসিম উদ্দিন, মিরপুর পূর্ব থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদী এবং ১৩ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী আব্দুল্লাহ আল আমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *