শুধু বিদেশে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা নয়, সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা জোছনা খাতুন (৩৫) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ টিম রাজধানীর কাফরুল থানাধীন ইব্রাহিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।জোছনা খাতুনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের হওয়া মামলা নং ০৮, তারিখ ০২ জুলাই ২০২৫ খ্রি. এর অধীনে পেনাল কোডের ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় অভিযোগ রয়েছে। এ মামলায় তিনি এজাহারনামীয় ১ নম্বর আসামি।এর আগে একই চক্রের সক্রিয় সদস্য মিলন মিয়া (৪২) ফরিদপুর থেকে গ্রেফতার হয়। তদন্তে জানা গেছে, ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নেটওয়ার্ক গড়ে তোলে এ চক্র। ইতোমধ্যে শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে। প্রতারণার অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা হতো।প্রথমে মোটা টাকার বিনিময়ে চুক্তি করে চক্রটি বিদেশগামীদের কাছে ভুয়া ভিসা সরবরাহ করত। অনেকে আবার পাসপোর্ট আটকে রেখে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এ ছাড়া সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানোর নাম করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার তথ্যও তদন্তে উঠে এসেছে।গ্রেফতারকৃত জোছনা খাতুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, তার সঙ্গে মাদক ব্যবসায়ীদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। বিষয়টি সিআইডি যাচাই-বাছাই করছে।বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। অজ্ঞাত অন্যান্য সদস্যদের গ্রেফতার ও পূর্ণাঙ্গ তথ্য উদঘাটনে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।