সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরের গণমিছিল

Spread the love

রংপুর মহানগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণমিছিল। শুক্রবার বিকেলে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় নেতারা সমাবেশে বক্তৃতা করেন।নেতারা বলেন, দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করতে হবে। এ ছাড়া জনগণের ভোটাধিকার রক্ষায় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা জরুরি।গণমিছিলে বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন আর কখনোই সুষ্ঠু হবে না। তাই জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় থাকার সব প্রচেষ্টা ব্যর্থ হবে।ইসলামী আন্দোলনের নেতারা আরও বলেন, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানে জনগণের ভোটাধিকার হরণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।গণমিছিলে রংপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *