সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

নির্বাচনে ৩০০ আসনে লড়বে ইসলামী আন্দোলন!কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে পীরের ঘোষণা

Spread the love

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বুধবার রাজধানীতে এক জরুরি কেন্দ্রীয় কমিটির বৈঠকে ঘোষণা করেছেন যে, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের লক্ষ্য ৩০০টি আসনে বিজয় ছিনিয়ে আনা। বৈঠকে সংগঠনকে নির্বাচনী পরিকল্পনা নির্ধারণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং কোন আসনে কে প্রার্থী হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।পীর সাহেব বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে। এখন সব দলের জন্য নির্বাচন জমি উন্মুক্ত হয়েছে। দেশের জনগণ ইসলাম ও সংবিধান প্রতিষ্ঠার জন্য ব্যাকুল।” তিনি আরো উল্লেখ করেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ছাড়া আমরা আমাদের লক্ষ্য সফল করতে পারব না — তাই শেষ দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। বিকল্প হিসেবে এফটিপিটি পদ্ধতির প্রস্তুতিও চলবে।”তিনি জোর দিয়ে বলেন, সংস্কার, বিচার ও নির্বাচন এই ধারাবাহিকতায় সরকারকে কাজ করতে হবে, কারণ পুরানো রাজনৈতিক গণ্ডিতে দেশকে ফিরিয়ে দিতে দেওয়া হবে না।বৈঠকে উপস্থিত ছিলেন:মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, আইন ও মানবাধিকার সমস্যা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম, মুফতী শামসুদ্দোহা আশরাফী, সদস্য ডা. শহিদুল ইসলাম ও আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল।বর্তমানে দলটি জোট আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে কোন আসনে কে প্রার্থী হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে এখনও সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, দল পিআর পদ্ধতির ওপর জোর দিয়ে বলেছে যে, ‘জুলাই সনদ’-এর ইচ্ছাকৃত বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচন পদ্ধতির সংস্কার অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *