ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার করে বেগমপাড়া তৈরি করেছে এবং দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছে। এসব অনাচারের মূল কারণ হলো আল্লাহর আইন পরিত্যাগ করে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্র তৈরি হয়েছে। এই মহান কাজে নারী সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। ইসলামকে ক্ষমতায় নেয়ার জন্য নারীদের অংশগ্রহণ অত্যাবশ্যক।শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিটের আয়োজনে ‘কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক উপকমিটির আহ্বায়ক মাওলানা এবিএম জাকারিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুফতি মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ অনেকে।সেমিনারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল থানা ও ওয়ার্ড থেকে সহস্রাধিক নারী নেত্রী উপস্থিত ছিলেন।