রাজধানীর হাতিরঝিলে অঙ্গীভূত আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় এক জিম্মিকৃত তরুণ ও তার ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার হয়েছে। এসময় সক্রিয় ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে আনসার টহল দল।শনিবার ভোররাতে আনুমানিক ৩টার দিকে হাতিরঝিল প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য মোঃ খায়রুল ইসলাম, রাকিব হোসেন ও রাশেদ মিয়া মধুবাগ পূর্ব লেকপাড় সংলগ্ন এলাকায় সন্দেহজনক কিছু ব্যক্তির গতিবিধি লক্ষ্য করেন। সন্দেহভাজনরা আনসার সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতদের নাম মানিক (২৮) ও হাসিফ (২২)।এসময় ঝোপের ভেতর থেকে উদ্ধার করা হয় জিম্মিকৃত তরুণ সাইকুল ইসলাম রিফাত (২৫) কে।ভুক্তভোগী রিফাত জানান, পূর্বপরিচয়ের সূত্র ধরে মানিক, হাসিফ ও তাদের সহযোগীরা তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাই করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাসা থেকে মুক্তিপণের টাকা দাবি করেছিল। পরবর্তীতে আনসার সদস্যদের সক্রিয় ভূমিকার ফলে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে রিফাতের মোটরসাইকেল উদ্ধার করা হয়।ভুক্তভোগী রিফাত অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসী, মানবিক ও দ্রুত পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরবর্তীতে আটককৃত মানিক ও হাসিফ, উদ্ধারকৃত মোটরসাইকেল এবং ভুক্তভোগী রিফাতকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আনসারের এই দ্রুত ও মানবিক পদক্ষেপ রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় নতুন আস্থা যোগ করেছে।