সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

হবিগঞ্জের মাটিতে নতুন রাজনৈতিক বার্তা দিল ইসলামী আন্দোলন

Spread the love

পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৭ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রবর্তন জরুরি। এতে জনগণের ভোটের যথাযথ মূল্যায়ন হবে, এবং সংসদে সুষম প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”তিনি আরও বলেন, “একতরফা নির্বাচন ও ভোট কারচুপির রাজনীতি এখন ইতিহাসে পরিণত হওয়া উচিত। জনগণের ভোটাধিকার রক্ষায় ইসলামী আন্দোলন রাজপথে থাকবে।”গণসমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে পিআর পদ্ধতি এখন সময়ের দাবি।সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে হবিগঞ্জ শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *