সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

১১০০ ইয়াবা ও নগদ লাখ লাখ টাকাসহ চারজন আটক

Spread the love

রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় বিশেষ অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা এবং ইয়াবা বিক্রয়ের জন্য ব্যবহৃত খালি ২৫ পিস পলিথিন জিপার উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় চার মাদক কারবারিকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলো- মোছাঃ হেনা আক্তার (৪৪), মোঃ সৈকত ইসলাম (২০), মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) এবং মোঃ খায়রুল ইসলাম (১৯)।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছে।আটক চারজনের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র: ঢাকা মেট্রোপলিটন পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *