রাজধানীর গুলশান থানাধীন নর্দা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ চারজনকে আটক করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলো— মোছাঃ হেনা আক্তার (৪৪), মোঃ সৈকত ইসলাম (২০), মোঃ সিরাজ আহমেদ রিফাত (২১) ও মোঃ খায়রুল ইসলাম (১৯)। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ৩৭ হাজার টাকা এবং ইয়াবা বিক্রয়ের খালি ২৫টি প্লাস্টিকের জিপার প্যাকেট।গুলশান থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।