সর্বশেষ
অক্টোবর ১২, ২০২৫

নির্বাচনে কারও সঙ্গে জোট নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ: নুরুল হক নুর

Spread the love

গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তাদের দল এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতায় যায়নি। বরং তারা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।বৃহস্পতিবার বিকেলে নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক বিবৃতিতে নুর বলেন, “গত এক বছরে অন্তত একশোবার বিভিন্ন প্রোগ্রামে আমরা বলেছি— কারো সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতা হয়নি। তবুও কিছু গণমাধ্যম মনগড়া ও অনুমাননির্ভর সংবাদ প্রচার করছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।”তিনি বলেন, “নির্বাচন ঘনিয়ে আসায় আমরা কয়েকটি দলের সঙ্গে আলোচনা করছি, তবে সেটি নির্বাচনী কৌশলগত আলাপের পর্যায়ে আছে, জোট নয়। ইতোমধ্যে আমরা ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছি, বাকিগুলোও এ মাসের মধ্যেই পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।”নুরুল হক নুর আরও বলেন, “গণমাধ্যমের উচিত দায়িত্বশীল আচরণ করা। কেউ যদি আমাদের অবস্থান জানতে চান, তারা সরাসরি যোগাযোগ করতে পারেন দলীয় মুখপাত্র হাসান আল মামুন (+8801716233379) অথবা গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ (+8801772400567) এর সঙ্গে।”তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “অযথা মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ প্রচার করে বিভ্রান্তি ছড়াবেন না। গণমাধ্যমের স্বাধীনতা আমরা শ্রদ্ধা করি, তবে সেটি যেন দায়িত্বশীলতার সঙ্গে প্রয়োগ হয়।”নুরুল হক নুর তার বার্তার শেষে দেশবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন।

অফিসিয়াল বিবৃতি — নুরুল হক নুর, সভাপতি, গণঅধিকার পরিষদ (জিওপি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *