সর্বশেষ
অক্টোবর ১৩, ২০২৫

গাজায় ত্রাণ জাহাজে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের গর্জন

Spread the love

গাজাবাসীর জন্য ত্রাণবাহী সামুদ্রিক জাহাজে ইসরায়েলি বাহিনীর বাধা ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজধানীর ভাটারায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর ভাটারা জোন।শুক্রবার রাতের এই কর্মসূচিতে বক্তারা বলেন, নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর চলমান গণহত্যা ও অবরোধ মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। ত্রাণবাহী জাহাজে হামলা চালিয়ে ইসরায়েল আবারও প্রমাণ করেছে যে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের কোনো তোয়াক্কা করে না।খেলাফত মজলিসের নেতারা আরও বলেন, মুসলিম বিশ্বের এক হওয়া ছাড়া ফিলিস্তিনের দুর্দশা দূর হবে না। তারা অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।এ সময় সংগঠনের নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন এবং গাজাবাসীর মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *