দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, বিভিন্ন অগ্নিকাণ্ডের পেছনে কেবল দুর্ঘটনা নয়, ক্ষমতার নেশায় মত্ত এক খুনীর সুপরিকল্পিত ষড়যন্ত্রও লুকিয়ে আছে। এবার সেই অনুমানকেই আরও জোরালো করলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।ফারুকী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “আমরা সবাই অনুমান করতাম বিটিভি আর মেট্রোর আগুন না শুধু, ষোলো বছরে বহু আগুনের পেছনেই ছিলো খুনীর ক্ষমতালিপ্সা। ক্ষমতার জন্য একটা-দুইটা বিটিভি না পুরো বাংলাদেশ জ্বালাইয়া দিতে হইলেও তার বিন্দুমাত্র অনুতাপ হইতো না।”তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রকাশিত ফোনকলগুলো কেবল খুন-গুমের পেছনের চিত্রই নয়, বরং একাধিক অগ্নিকাণ্ডে ওই ব্যক্তির সরাসরি সম্পৃক্ততার প্রমাণও সামনে নিয়ে আসছে। এ প্রসঙ্গে ফারুকী দোয়া করে বলেন, “সৃষ্টিকর্তা যেনো কোনো দেশের মানুষের ভাগ্যে এরকম অভিশপ্ত কাউকে না লিখেন।”প্রশ্ন আসে, এই অনুমানের প্রমাণ কী? ফারুকীর ব্যাখ্যা অনুযায়ী, ওয়েব সিরিজ ৮৪০-এর একটি দৃশ্যে দেখানো হয়েছে ডাবলুর বস্তি পোড়ানো এবং পরক্ষণেই পোড়ানো এলাকার জন্য ত্রাণ প্রস্তুতের নির্দেশ। আর এই দৃশ্যটি শুট করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যখন ক্ষমতায় ছিলেন সেই একই বিতর্কিত ব্যক্তি।ফারুকীর ভাষায়, ৮৪০ সিরিজ দেখলে বাস্তবের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে আরও বহু ঘটনার।